26 C
Dhaka
বৃহস্পতিবার, অক্টোবর ২৪, ২০২৪
spot_imgspot_img

আদালতের রায়ে ৩ মিলিয়নের জরিমানা থেকে বাঁচলেন নেইমার

ব্রাজিলের রিওর দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় ম্যানগারাতিবা শহরের নিজের বাড়ির ভেতরে লেক তৈরির অভিযোগে ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমারের বিরুদ্ধে স্থানীয় নগর পরিষদের করা ৩.৩ মিলিয়ন মার্কিন ডলার অর্থের জরিমানা ভেস্তে গেছে আদালতের রায়ে।

নেইতার ম্যানগারাতিবার ম্যানসনের মালিক হন ২০১৬ সালে। বাড়ির ভেতরে হেলিপোর্ট, স্পা এবং জিমসহ অন্যান্য বিশালবহুল আয়োজন রয়েছে।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে বাড়ির ভেতরের কৃত্রিম লেক তৈরির কর্মকাণ্ডসহ ভিডিও সম্প্রচার করেন নেইমার। নেইমারের বিরুদ্ধে অভিযোগে বলা হয়: নেইমার অনুমতি না দিয়ে স্থাপনা করেছেন, নদীর পানি ঘুরিয়ে দিয়েছেন এবং ভূমির ক্ষতিসাধন করেছেন।

নেইমারের বিরুদ্ধে পরিবেশ সংক্রান্ত এ মামলার তদন্ত করেন স্থানীয় আইন অফিস, রাজ্যের বেসামরিক পুলিশ এবং পরিবেশ সুরক্ষা দল। বিচারক অ্যাড্রিয়ানা রামোস তার রায়ে পরিবেশ অধিদপ্তরের একটি প্রতিবেদন তুলে ধরেছেন: যেখানে বলা হয়েছে; নেইমার যে স্থাপনা করেছেন সেখানে পরিবেশ অধিদপ্তরের কোন বিশেষ অনুমতির প্রয়োজন ছিলো না।

spot_img
spot_img

আরও পড়ুন

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন