31 C
Dhaka
রবিবার, নভেম্বর ১০, ২০২৪
বিজ্ঞাপন

আনার হত্যাকারীরা চিহ্নিত, শুধু ঘোষণা বাকি: স্বরাষ্ট্রমন্ত্রী

এমপি আনোয়ারুল আজীম আনার হত্যা রহস্য ও হত্যাকারীরা প্রায় চিহ্নিত। শুধু ঘোষণা দেওয়া বাকি। বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তবে এই ঘটনায় ভারতের কেউ জড়িত বলে এখনও প্রমাণ পাওয়া যায়নি। আর পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, বাংলাদেশ-ভারতের সমন্বয়ে তদন্ত চলছে।

পশ্চিমবঙ্গের কলকাতায় খুন হয়েছেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। এরইমধ্যে ওই ঘটনায় জড়িতদের নাম প্রকাশ করেছেন গোয়েন্দারা।

সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে বাংলাদেশের গোয়েন্দারা ভারতে যাবেন বলেও জানান তিনি।

রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী জানান, এমপি হত্যা নিয়ে দুই দেশের গোয়েন্দারা কাজ করছেন। শিগগিরই সব জানা যাবে।

এদিকে, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জনপ্রিয়তা বিবেচনায় আনোয়ারুল আজীমকে তৃতীয়বার দল থেকে মনোনয়ন দেয়া হয়েছিল।

ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক অনুষ্ঠানে, এমপি আনার অপকর্মে জড়িত থাকলে তা তদন্তে বেরিয়ে আসবে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।

-বিজ্ঞাপন-
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন