আন্দোলনকে সামনে রেখে দল পুনর্গঠন করছে বিএনপি। সহযোগী সংগঠনগুলোতে ব্যাপক রদবদল আনছে হাইকমান্ড। নির্বাহী কমিটিতেও চলছে চুলছেঁড়া বিশ্লেষণ। দলটির নেতারা বলছেন, আপাতত কাউন্সিল হচ্ছে না। পরিবেশ পরিস্থিতিও নেই জাতীয় সম্মেলনের। তবে ব্যর্থ নেতাদের বাদ দিয়ে ত্যাগী নেতাদের নিয়েই দল প্রস্তুত করা হচ্ছে।
দ্বাদশ নির্বাচনকে ঘিরে সরকার বিরোধী আন্দোলনে পুরোপুরি ব্যর্থ বিএনপি। কর্মসুচি থাকলেও মাঠে ছিল না দলটির নেতা কর্মীরা।
আর এ ব্যর্থতার জন্য দায়িত্বে থাকা নেতাকর্মীদের দায়ী করছে দলটি। গুঞ্জন আছে, আবার আন্দোলনে যাবে বিএনপি। তবে তার আগে দলকে ঢেলে সাজাতে জাতীয় সম্মেলন করে ত্যাগী নেতাদের সামনে এনে দল পুনর্গঠন করা হবে।
কিন্ত কাউন্সিল না করে চলতি মাসে ঢাকা মহানগর বিএনপি, যুবদলসহ বেশ কয়েকটি সহযোগী সংগঠনের কমিটি বিলুপ্ত করে বিএনপির হাইকমান্ড। নির্বাহী কমিটিতেও আনা হয় ব্যাপক রদবদল।
দলটির নেতারা বলছেন, নানাবিধ জটিল পরিস্থিতির কারণে কাউন্সিল করা সম্ভব হচ্ছে না। সে কারণেই দলে শক্ত নেতৃত্ব আনতে ব্যর্থ নেতাদের বাদ দিয়ে কমিটি দিচ্ছে হাইকমান্ড।
যেহেতু সম্মেলন করা যাচ্ছে না, তাই দলের দুর্বলতা কাটিয়ে উঠতে রদবদল করেই দলকে চাঙ্গা করা হচ্ছে বলেও জানান বিএনপি নেতারা।
দলটির নেতারা বলছেন, এখন দলকে সুসংগঠিত ও শক্তিশালি করে গড়ে তুলতে হবে। সে লক্ষ্যে কাউন্সিল না হলেও দল পুর্ণগঠন করা হচ্ছে।