20 C
Dhaka
শুক্রবার, জানুয়ারি ২৪, ২০২৫

আমরা কারও দাসত্ব করি না: ওবায়দুল কাদের

ভারত আমাদের বন্ধু, আমরা কারও দাসত্ব করি না। মন্তব্য করেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপির স্বপ্নপূরণের জন্য আমেরিকা আর আসবে না। বিকালে রাজধানীতে আওয়ামী লীগের শান্তি সমাবেশে দলটির নেতারা অভিযোগ করেন, অহেতুক আন্দোলনের নামে বিশৃঙ্খলা করতে চায় বিএনপি।

দুপুরে মোহাম্মদপুরের গজনবী রোডে শুরু হয় আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ। তবে সমাবেশে যোগ দিতে তার আগে থেকেই আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়ো হয় সমাবেশ স্থলে।

সমাবেশে যোগ দিয়ে আওয়ামী লীগের শীর্ষ নেতারা অভিযোগ করেন, মুখে গণতন্ত্রের কথা বললেও বিএনপি গণতন্ত্র বিশ্বাস করে না। তাদের আন্দোলন জনগণের জন্য নয়, অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতা দখল।

সমাবেশে বিএনপিকে বেকুবের দল আখ্যা দিয়ে ওবায়দুল কাদের বলেন, ডোনাল্ড লু আসছেন শেখ হাসিনার সরকারের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে।

জনগণের জান-মাল রক্ষায় আবার খেলা হবে উল্লেখ করে নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

বিএনপির সঙ্গে এখন জনগণ নেই মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ভুয়া দলের ভুয়া আন্দোলন জনগণ বিশ্বাস করে না।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন