আমিরাতের ব্যবসায়ীদের বাংলাদেশের বিনিয়োগের আহ্বান জানিয়েছেন পরিবেশ ও বনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী।
দুবাই কনস্যুলটের আয়োজনে আমিরাত, ভারত, শ্রীলঙ্কা ও প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের নিয়ে এক সেমিনার অনুষ্ঠানে মন্ত্রী এ আহ্বান জানান। বলেন জ্বালানি, বিদ্যুৎ, পর্যটন, তৈরী পোশাক, তথ্য-প্রযুক্তি, খাদ্যপণ্য, ফার্মাসিউটিক্যাল খাতে বিনিয়োগ লাভজনক। উপস্থিত ছিলেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবু জাফর।