রাজধানী ঢাকাসহ সারাদেশে চলমান তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ আরও তিনদিন অব্যাহত থাকতে পারে এবং তাপমাত্রা আরও বাড়তে পারে। এমন পরিস্থিতিতে আরও ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।
২৮ এপ্রিল রোববার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো হাফিজুর রহমান স্বাক্ষরিত তাপ প্রবাহের এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।
ওই সতর্কবার্তায় বলা হয়, দেশের ওপর দিয়ে চলমান তাপপ্রবাহ রোববার হতে পরবর্তী ৭২ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বাড়তে পারে।
গত ১৯ এপ্রিল প্রথমবার সারাদেশে ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি করে আবহাওয়া অধিদপ্তর। পরে আরও দুই দফায় হিট অ্যালার্ট জারি করা হয়।
দেশজুড়ে বয়ে যাওয়া টানা তাপপ্রবাহের মধ্যে শনিবার তাপমাত্রা কিছুটা কমলেও জনজীবনে স্বস্তি ফেরেনি। বিশেষ করে চুয়াডাঙ্গা, পাবনা, রাজশাহীসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার পরিবেশ এখনও উত্তপ্ত রয়েছে।
২৭ এপ্রিল চুয়াডাঙ্গার তাপমাত্রা রেকর্ড করা হয় ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস; যা এ মৌসুমের দ্বিতীয় সর্বোচ্চ।
এর আগে, ২৬ এপ্রিল মৌসুমের সর্বোচ্চ ৪২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায়।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ২ মে থেকে বৃষ্টি হতে পারে এবং এটি কয়েক দিন অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। তখন তাপমাত্রা কমবে।
২৬ ও ২৭ এপ্রিল প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে কক্সবাজারে এক পর্যটকসহ ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।