24 C
Dhaka
মঙ্গলবার, মার্চ ২৫, ২০২৫

লিবিয়ায় আরও দুই গণকবর থেকে ৫০ জনের মরদেহ উদ্ধার

উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর কুফরা শহরের মরুভূমিতে আরও দুইটি গণকবর খুঁজে পেয়েছে দেশটির কর্তৃপক্ষ। এই কবরগুলো থেকে ৫০টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

গতকাল রবিবার (৯ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে সংবাদমাধ্যম আলজাজিরা।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার কুফরার একটি খামারের গণকবর থেকে ১৯টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া, শহরটির একটি বন্দিশিবিরে অভিযানের মাধ্যমে আরএকটি গণকবর পাওয়া যায়, যেখানে অন্তত ৩০টি মরদেহ ছিল।

স্থানীয় মানবাধিকার সংস্থা আল-আব্রিন জানায়, কিছু মরদেহ গুলি করার চিহ্ন ছিল, যা নির্দেশ করে যে তাদের হত্যার পর কবর দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, লিবিয়া হলো আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের অভিবাসীদের ইউরোপে যাওয়ার প্রধান ট্রানজিট পয়েন্ট। লিবিয়ার অস্থিতিশীলতার সুযোগ নিয়ে মানব পাচারকারীরা অভিবাসীদের পাচার করে থাকে।

এনএ/

দেখুন: এমন পরিবার কি বাংলাদেশে আরও আছে?

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন