গাজীপুরে নতুন ইউএইচটি ফ্যাক্টরির উদ্বোধন করেছে বৈশ্বিক ডেইরি সমবায় আরলা ফুডসের স্থানীয় অঙ্গপ্রতিষ্ঠান এবং ডানোর প্রস্তুতকারক আরলা ফুডস বাংলাদেশ।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান। উপস্থিত ছিলেন, বাংলাদেশে ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিপিয়ান ব্রিকস মোলার এবং সরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা। মন্ত্রী বলেন, বাংলাদেশ দুগ্ধখাতে স্বয়ংসম্পূর্ণ হওয়ার লক্ষ্য আছে সরকারের।