০৮/০৭/২০২৫, ২৩:৩৯ অপরাহ্ণ
25 C
Dhaka
০৮/০৭/২০২৫, ২৩:৩৯ অপরাহ্ণ

আশা বাঁচিয়ে রাখার লড়াইয়ে আজ ভারতের সামনে বাংলাদেশ

বিশ্বকাপের সুপার এইটে নিজেদের দ্বিতীয় ম্যাচে, আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। অ্যান্টিগায় ম্যাচটি শুরু হবে রাত সাড়ে ৮টায়। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরে যাওয়ায় সেমির স্বপ্ন টিকিয়ে রাখতে হলে আজ জিততেই হবে লাল সবুজদের। মাঠে নামার আগে তাসকিন জানিয়েছেন, জিততে হলে করতে হবে বিশেষ কিছু।

অনেকটা টেনেটুনে গ্রুপ পর্বে পাশ করেছিল বাংলাদেশ। তবে সুপার এইটের লড়াইয়ে দেখা গেল সেই চিরচেনা রূপ। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরে যাওয়ায় যেই দৌড়ে অনেকটাই পিছিয়ে পড়েছে শান্তর দল।

এবার ভারতকে হারাতে না পারলে বিশ্বকাপের সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে যাবে বাংলাদেশ। অন্যদিকে টাইগারদের বিপক্ষে জিতলে সেমিফাইনালে এক পা দিয়ে রাখবে ভারত। তাই বাড়তি উন্মাদনা ছড়াবে এই ম্যাচে।

মাঠে নামার আগে পেসার তাসকিন জানালেন, ভারতকে হারাতে হলে বিশেষ কিছুই করতে হবে লাল সবুজদের।

শেষ আটের প্রথম ম্যাচে দলের পারফর্মেন্স ছিল যাচ্ছেতাই। এই ম্যাচে তাই সাহসী ক্রিকেট খেলার কথা জানালেন তাসকিন।

পরিসংখ্যান অবশ্য সেই আশা দেখাচ্ছে না। টি-টোয়েন্টিতে দুই দলের তেরোবারের মুখোমুখিতে বাংলাদেশ কেবল একবার জিতেছে। বাকি ১২ ম্যাচে জিতেছে ভারত। শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই দল অ্যাডিলেডে মুখোমুখি হয়েছিল। যে ম্যাচে বাংলাদেশ হেরেছিল ৫ রানে।

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন