32 C
Dhaka
শনিবার, জুলাই ২৭, ২০২৪
spot_imgspot_img

আশ্রয়ণ প্রকল্পের ৮০টি পুরোনো ঘর বিক্রি করে দেয়ার অভিযোগ

মাদারীপুরে আশ্রয়ণ প্রকল্পের ৮০টি পুরোনো ঘর বিক্রি করে দেয়ার অভিযোগ উঠেছে, খোয়াজপুর ইউনিয়ন চেয়ারম্যানের বিরুদ্ধে। নিলাম বা টেন্ডার ছাড়াই ৭ লাখ টাকায় বিক্রি হয়েছে ঘরগুলো। চেয়ারম্যানের দাবি, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশেই এই কাজ করেছেন তিনি।

মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়ন। ২০০৫ সালে এখানে নির্মাণ করা হয় আশ্রয়ণ প্রকল্পের ৮০টি ঘর। ব্যবহার অনুপযোগী হওয়ার কথা বলে, সেখানে নতুন ঘর নির্মাণের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

ভালো ঘরের আশ্বাস দিয়ে, পুরোনো ঘরগুলো সরিয়ে নিতে বলা হয় বসবাসকারীদের। কিন্তু ঘরগুলো ব্যবহারকারীদের না দিয়ে, পানির দামে বিক্রি করার অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যান জয়নাল মোল্লার বিরুদ্ধে।

চেয়ারম্যানের সঙ্গে কথা বলে নগদ ৭ লাখ টাকায় ৮০টি ঘর কিনেছেন বলে জানান ঠিকাদার। খোয়াজপুরের চেয়ারম্যান বলছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রকল্প বাস্তবায়ন অফিসের সিদ্ধান্তে, ঘরগুলো অপসারণ করা হয়েছে।

এদিকে, উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, পরিত্যক্ত ঘরগুলো ব্যবহারকারীদের নিয়ে যাওয়ার কথা। তবে ঘর বিক্রি ও টেন্ডারের বিষয় প্রশ্ন করলে, এড়িয়ে যান তিনি।

এলাকাবাসীর দাবি, অপরাধে জড়িতদের বিচারের আওতায় আনা হোক। ঘর বিক্রির অর্থ ব্যবহারকারীদের দেয়ার দাবিও জানান তারা।

spot_img
spot_img

আরও পড়ুন

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন