30 C
Dhaka
শনিবার, জুলাই ২৭, ২০২৪
spot_imgspot_img

ইউক্রেন ও ইসরায়েলকে আরও সামরিক সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

ইউক্রেন ও ইসরায়েলকে আরও সামরিক সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। এ সংক্রান্ত দুটি সহায়তা প্যাকেজ, দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ- প্রতিনিধি পরিষদে পাস হয়েছে। যার আকার সাড়ে ৯ হাজার কোটি ডলার। পক্ষে ভোট দেন ৩১১ জন মার্কিন এমপি। বিপক্ষে ছিলেন ১১২ জন। এবার প্যাকেজটি কংগ্রেসের উচ্চকক্ষ- সিনেটে পাঠানো হবে। সেখানে অনুমোদন পেলে, সেটি যাবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে। বাইডেন আগেই জানিয়ে রেখেছেন, সহায়তা প্যাকেজটিতে সই করতে মুখিয়ে আছেন তিনি।

বিলটি পাসের পর কৃতজ্ঞতা প্রকাশ করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন: “গণতন্ত্র ও স্বাধীনতার বৈশ্বিক গুরুত্ব সবসময়ই থাকবে এবং আমেরিকা যতদিন এর সুরক্ষায় সহায়তা করবে ততদিন এটি ব্যর্থ হবে না”। তিনি বলেন এই সহায়তা যুদ্ধের সম্প্রসারণ ঠেকাতে এবং হাজারো জীবন বাঁচাতে সহায়তা করবে।

ইউক্রেন এবং ইসরায়েল যুক্তরাষ্ট্রের দুই মিত্র দেশ। বর্তমানে রাশিয়ার বিরুদ্ধে লড়ছে ইউক্রেন আর ফিলিস্তিনের গাজায় অভিযানে রয়েছে ইসরায়েল। এছাড়া ইরানের সঙ্গে উত্তেজনা বিরাজ করছে ইসরায়েলের।

spot_img
spot_img

আরও পড়ুন

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন