ইউরো চ্যাম্পিয়নশিপে শেষ ষোলো নিশ্চিত করলো ফ্রান্স ও ডেনমার্ক। আসর থেকে বিদায় নিয়েছে সার্বিয়া।
গতরাতে ম্যাচের ৫৬ মিনিটে, পেনাল্টি থেকে প্রথম গোলের দেখা পান ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। তবে, ৭৯ মিনিটে সমতায় ফেরে পোল্যান্ড। এই গোলটিও এসেছে পেনাল্টি থেকে। স্কোর করেন, পোলিশ তারকা লেভানদোভস্কি।
অবশেষে, ১-১ গোলের ড্র নিয়েই শেষ হয় খেলা।
অন্যদিকে, সার্বিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করে, শেষ ষোলের টিকিট কেটেছে ডেনমার্ক।
হারলেই বিদায় নিশ্চিত, জানা ছিল সার্বিয়ার। পুরো ম্যাচে তারা একটি শট লক্ষ্যে রেখেছিল। দ্বিতীয়ার্ধে তাদের একটি গোল বাতিল হয়। লুকা জোভিচের শট ডেনিস ডিফেন্ডার জোয়াকিম অ্যান্ডারসনের গায়ে লেগে জালে জড়ায়, কিন্তু গোল বিল্ডআপের সময় সার্ব স্ট্রাইকার অফসাইডে ছিলেন।
তিন ম্যাচে দুটি ড্রয়ে ২ পয়েন্ট নিয়ে বিদায় নিলো সার্বিয়া। আর কোনও ম্যাচ না জিতে ডেনমার্ক উঠে গেলো পরের পর্বে।