কেউ রোগী, কেউ রোগীর স্বজন, নার্স, ডাক্তার সবার হাতেই ইফতারের প্যাকেট তুলে দিচ্ছেন বিএনপির নেতাকর্মীরা।
শনিবার (১৫ মার্চ) বিকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে এ চিত্র দেখা যায়।
পৌর যুবদলের সদস্য সচিব নয়ন ভূঁইয়া বলেন, হাসপাতালে রোগী ও তাদের স্বজনদের দুর-দুরান্ত থেকে ইফতার নিয়ে আসা খুবই কষ্টকর। তাদের কষ্ট লাঘব করতে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য কবির আহমেদ ভূঁইয়া শতাধিক মানুষের জন্য ইফতারের ব্যবস্থা করেছেন। আমরা সেচ্ছাসেবক হিসাবে এসব ইফতার তাদের হাতে তুলে দিয়েছি।

ইফতার বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. লুৎফুর রহমান, উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল ফারুক বকুল, পৌর বিএনপির যুগ্ন-সাধারন সম্পাদক মোশারফ হোসেন, স্থানীয় সমাজসেবক আলমগীর খান, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউল হাসান খান সানি, পৌর যুবদলের আহবায়ক জাবেদ আহমেদ ভূঁইয়া, যুগ্ন-আহবায়ক সৈকত উসমান মোল্লা, শাহীন খান, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক জসিম উদ্দিন রাজু, সদস্য সচিব আশরাফুল ইসলাম মিঠু, পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক রামীম খান, সদস্য সচিব জিকু খান, যুবদল নেতা মনিরুল ইসলাম প্রকাশ, আবু সাইম, মিঠু প্রমুখ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. লুৎফুর রগমান বলেন জেলা বিএনপি নেতা কবির আহমেদ ভূঁইয়ার উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী, রোগীর স্বজন ও কর্তব্যরত নার্স ও ডাক্তারদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। আশা করি এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।