33 C
Dhaka
শনিবার, জুলাই ২৭, ২০২৪
spot_imgspot_img

ইরানের প্রেসিডেন্ট রাইসিকে লাখো মানুষের শেষ শ্রদ্ধা

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে তার জন্ম শহর মাশহাদে শিয়া ইমাম রেজার পবিত্র মাজারে দাফন করা হয়েছে। নিহত অন্যান্যদের দাফনের প্রক্রিয়া চলছে। তাদের শেষ বিদায় জানাতে জড়ো হয়েছেন লাখ লাখ মানুষ।

গত রোববার দেশটির পূর্ব আজারবাইজান প্রদেশে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে প্রাণ হারান প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ওই হেলিকপ্টারে থাকা পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরাব্দুল্লাহিয়ান ছাড়াও আরও আটজনও প্রাণ হারান।

৬৩ বছর বয়সী সদ্য প্রয়াত এই প্রেসিডেন্ট দাফন হয় উত্তর পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে। শহরের শিয়াদের মূল সমাধি ইমাম রেজার পবিত্র মাজারে হবে তার কবর।

এদিকে তার প্রতি শ্রদ্ধা জানাতে ইরানের দ্বিতীয় বৃহত্তম এই শহরের রাস্তায় বিশেষ করে ইমাম রেজা মাজারের চারপাশ জুড়ে রাইসির বড় বড় ছবি, কালো পতাকা এবং শিয়াদের নানা প্রতীক টানানো হয়।

গত মঙ্গলবার ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজে রাইসির প্রথম জানাজা হয়। পরে দেশটির মধ্যাঞ্চলের কোম শহরে নিহতদের জানাজা হয়। সবশেষ রাইসি ও আবদুল্লাহিয়ানের মরদেহ তেহরানে নেওয়া হয়। তেহরানে রাইসির জানাজায় শোকার্ত লাখো মানুষ অংশ নেন।

spot_img
spot_img

আরও পড়ুন

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন