২০/০৬/২০২৫, ১০:২৭ পূর্বাহ্ণ
31.3 C
Dhaka
২০/০৬/২০২৫, ১০:২৭ পূর্বাহ্ণ

ইরান-যুক্তরাষ্ট্র চতুর্থ দফার পরমাণু আলোচনা স্থগিত

ইরান ও যুক্তরাষ্ট্রের চতুর্থ দফার পরোক্ষ পরমাণু আলোচনা স্থগিত হয়েছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে এরই মধ্যে তিন দফায় আলোচনা হয়েছে। আগামী শনিবার (৩ মে) ইতালির রোমে চতুর্থ দফার আলোচনার হওয়ার কথা ছিল। মাত্র দুদিন আগে বুধবার (১ মে) আলোচনা স্থগিত করা হলো।

রয়টার্সের প্রতিবেদন মতে, ঊর্ধ্বতন এক ইরানি কর্মকর্তা বলেছেন, ‘ওয়াশিংটনের অবস্থানের ওপর নির্ভর করে আলোচনার নতুন তারিখ ঠিক করা হবে।

কারণ হিসেবে ওই কর্মকর্তা আলোচনার মধ্যে ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার কথা উল্লেখ করেছেন। বলেছেন, ‘পরমাণু আলোচনা চলাকালে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কূটনৈতিক উপায়ে বিরোধ মেটাতে সহায়ক নয়। যুক্তরাষ্ট্রের অবস্থানের ওপর নির্ভর করে, আলোচনার পরবর্তী দফার তারিখ জানানো হবে।’

ইরান জানিয়েছে, ‘যৌক্তিক ও কৌশলগত কারণে’ মধ্যস্থতাকারী ওমানের সঙ্গে উভয় পক্ষ যৌথভাবে রোমে শনিবারের বৈঠক স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। ওমান জানিয়েছে, পরমাণু নিয়ে দুই পক্ষের পরবর্তী আলোচনা প্রাথমিকভাবে ৩ মে করার পরিকল্পনা ছিল। কিন্তু ‘যৌক্তিক কারণে’ তারিখ নতুন করে ঠিক করা লাগবে।

আলোচনা সংশ্লিষ্ট একটি সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্র চতুর্থ দফার আলোচনায় তাদের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিতই করেনি। কবে, কখন ও কোথায় পরবর্তী দফার আলোচনা হবে তা এখন পর্যন্ত ঠিক হয়নি। তবে শিগগিরই হবে বলে আশা করা হচ্ছে বলে জানিয়েছে সূত্রটি।

পড়ুন: যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক চুক্তি সইয়ে প্রস্তুত তেহরান

দেখুন: ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক: হয়নি সমাধান, এসেছে পাল্টাপাল্টি হুমকি! 

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন