পবিত্র ঈদুল ফিতর ও পহেলা বৈশাখের ছুটি শেষে খুলেছে সরকারি অফিস-আদালত, ব্যাংক-বিমাসহ আর্থিক প্রতিষ্ঠান। ১০ এপ্রিল থেকে শুরু হওয়া রোজার ঈদের চার দিন এবং পহেলা বৈশাখের একদিনসহ মোট পাঁচ দিনের ছুটি শুরুর আগে শেষ কর্মদিবস ছিল ৯ এপ্রিল। আগের নিয়মে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে সরকারি অফিস-আদালত। ব্যাংকে লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।
পরিবারের সঙ্গে ঈদ ও বাংলা নববর্ষ উদযাপন শেষে কর্মস্থলে ফিরতে ট্রেন-বাসে মানুষের ভিড় রয়েছে। সড়কে ভোগান্তি না থাকলেও ট্রেন যাত্রায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদেও ফিরেছেন অনেকে।
বিমানবন্দর ও কমলাপুর রেলওয়ে স্টেশনে রাজধানীর বাইরে থেকে আসা প্রতি ট্রেনেই ভিড় ছিল। পরিবারের সাথে আনন্দময় সময় কাটাতে পেরে উচ্ছ্বসিত সবাই। সড়কপথেও সায়েদাবাদ, গাবতলী ও মহাখালী বাসস্ট্যান্ডসহ ঢাকার বিভিন্ন পয়েন্ট দিয়ে রাজধানীতে আসছে মানুষ। যাত্রীদের দাবি, অনেকটাই ভোগান্তিবিহীন ছিল সড়কপথের যাত্রা। ঈদের ছুটি শেষ হলেও অনেকে বাড়তি ছুটি নিয়েছেন। চলতি সপ্তাহজুড়েই রাজধানীতে আসতে থাকবেন কর্মজীবীরা।