13.5 C
Dhaka
রবিবার, ফেব্রুয়ারি ৯, ২০২৫

ঈদের ছুটি শেষে খুলেছে অফিস

পবিত্র ঈদুল ফিতর ও পহেলা বৈশাখের ছুটি শেষে খুলেছে সরকারি অফিস-আদালত, ব্যাংক-বিমাসহ আর্থিক প্রতিষ্ঠান। ১০ এপ্রিল থেকে শুরু হওয়া রোজার ঈদের চার দিন এবং পহেলা বৈশাখের একদিনসহ মোট পাঁচ দিনের ছুটি শুরুর আগে শেষ কর্মদিবস ছিল ৯ এপ্রিল। আগের নিয়মে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে সরকারি অফিস-আদালত। ব্যাংকে লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।

পরিবারের সঙ্গে ঈদ ও বাংলা নববর্ষ উদযাপন শেষে কর্মস্থলে ফিরতে ট্রেন-বাসে মানুষের ভিড় রয়েছে। সড়কে ভোগান্তি না থাকলেও ট্রেন যাত্রায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদেও ফিরেছেন অনেকে।

বিমানবন্দর ও কমলাপুর রেলওয়ে স্টেশনে রাজধানীর বাইরে থেকে আসা প্রতি ট্রেনেই ভিড় ছিল। পরিবারের সাথে আনন্দময় সময় কাটাতে পেরে উচ্ছ্বসিত সবাই। সড়কপথেও সায়েদাবাদ, গাবতলী ও মহাখালী বাসস্ট্যান্ডসহ ঢাকার বিভিন্ন পয়েন্ট দিয়ে রাজধানীতে আসছে মানুষ। যাত্রীদের দাবি, অনেকটাই ভোগান্তিবিহীন ছিল সড়কপথের যাত্রা। ঈদের ছুটি শেষ হলেও অনেকে বাড়তি ছুটি নিয়েছেন। চলতি সপ্তাহজুড়েই রাজধানীতে আসতে থাকবেন কর্মজীবীরা।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন