19 C
Dhaka
বুধবার, ডিসেম্বর ১১, ২০২৪

ঈদ ও পহেলা বৈশাখ ঘিরে শাড়ি তৈরিতে ব্যস্ত টাঙ্গাইলের তাঁতীরা

ঈদ ও পহেলা বৈশাখ ঘিরে শাড়ি তৈরিতে দিনরাত পরিশ্রম করছেন টাঙ্গাইলের তাঁতীরা। এবারও ডিজাইনে নতুনত্ব এসেছে টাঙ্গাইলের শাড়িতে। ব্যবসায়ীরা জানালেন, অন্য বছরের তুলনায় এবার বিক্রি বেশি। আর কয়েকদিন পরই পবিত্র ঈদুল ফিতর। তার কয়েকদিন পরই ১৪ এপ্রিল বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ।

দুটি উৎসব সামনে রেখেই ব্যস্ততা চোখে পড়ছে। শাড়ি তৈরিতে বাহারি ডিজাইন আর নতুনত্ব আনায়, দিনরাত পরিশ্রম করছেন তারা। দেশের নানা প্রান্ত থেকে পাইকারি ও খুচরা ক্রেতারা শাড়ি কিনতে ভিড় করছেন টাঙ্গাইলের তাঁতপল্লী ও জেলার শোরুমগুলোতে।

টাঙ্গাইল শাড়ি ব্যবসায়ী সমিতির সভাপতি রঘুনাথ বসাক বলেন, রাজনৈতিক অস্থিরতা না থাকায় ঈদ ও পহেলা বৈশাখকে কেন্দ্র করে গত বছরের তুলনায় এ বছর ২৫ ভাগ বেশি টাঙ্গাইল শাড়ি বিক্রির আশা করছেন। বাংলাদেশ তাঁত বোর্ডের লিয়াজোঁ অফিসার রবিউল ইসলাম বলেন, টাঙ্গাইলের তাঁতের শাড়ির উন্নয়নে কাজ করছে বাংলাদেশ তাঁত বোর্ড। প্রতিটি উৎসবে বাঙালি নারীদের মন জয় করে এগিয়ে যাবে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী তাঁতের শাড়ি, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন