ঈদের নামায এবং ঈদগাহ মাঠে কোলাকুলির মাধ্যমে শুরু হয় মুসলিমদের প্রধান দুই ঈদের অন্যতম ঈদুল ফিতর। ১১ এপ্রিল সকালে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। প্রধান জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি রুহুল আমীন। মোনাজাতে দেশ, জাতি ও মজলুম ফিলিস্তিনিদের জন্য প্রার্থনা করা হয় মহান আল্লাহর কাছে। নামাজ শেষে শুভেচ্ছা বিনিময় করেন সবাই। এতে অংশ নেন রাষ্ট্রপতি, প্রধান বিচারপতিসহ দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। নামাজ শেষে বিশেষ মোনাজাতে দেশ ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করেন ধর্মপ্রাণ মুসল্লিরা।
ঈদের নামাজ আদায়ে সকাল থেকেই জাতীয় ঈদগাহে জড়ো হতে থাকেন মুসল্লিরা। গত কয়েক বছরের তুলনায় এবার ঈদের জামাতে মুসল্লিদের উপস্থিতি বেশি ছিলো। ঈদগাহ মাঠে ৩৫ হাজার মানুষের নামাজের ব্যবস্থা থাকলেও এর চেয়েও অনেক বেশি মানুষের উপস্থিতি থাকায় অনেকেই বাইরের সড়কে বসে নামাজ আদায় করেন।
প্রধান ঈদ জামাতকে ঘিরে নেওয়া হয় ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের পাঁচটি জামাত অনুষ্ঠিত হয়। সকাল ৭টায় শুরু হয়ে চলে সকাল পৌনে এগারোটা পর্যন্ত। রাজধানীর বাইরেও সারাদেশে ঈদুল ফিতরের নামায অনুষ্ঠিত হয়েছে।