33 C
Dhaka
শনিবার, জুলাই ২৭, ২০২৪
spot_imgspot_img

এডিস মশার লার্ভা পেলেই জেল-জরিমানা: মেয়র

২৭ এপ্রিল থেকে এডিস মশার লার্ভা পেলেই জেল-জরিমানা করা হবে বলে হুঁশিয়ারি করেছেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম। ডেঙ্গু নিয়ন্ত্রণে মাসব্যাপী অভিযান শুরু করে এসব কথা বলেন তিনি।

‘‘তিনদিনে একদিন জমা পানি ফেলে দিন’’ এই শ্লোগান নিয়ে সচেতনতামূলক প্রচার হিসেবে শুরু হয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মাসব্যাপী এডিস মশা নিধন কর্মসূচি।

ডিএনসিসি মেয়র বলেন, মামলা ও জরিমানার ক্ষেত্রে সরকারি অফিস ও সিটি করপোরেশনের অফিসও ছাড় পাবে না। জরিমানার টাকার পরিমাণ আগের চেয়ে আরও বাড়বে। তিনি বলেন, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, দুই বাড়ির মাঝখানে ময়লা আর ময়লা। সবাই বলে, আমি করি নাই। তাহলে কে করেন? কারা করেন? এডিস মশার জন্ম আমার-আপনার বাড়িতেও স্বচ্ছ পানিতে হচ্ছে। তাই আমাদের প্রতিজ্ঞা করতে হবে নিজের ঘরবাড়ি নিজেরাই পরিষ্কার রাখবো।

এডিস মশার লার্ভা বাহক খালি চিপসের প্যাকেট, ডাবের খোসা ও অন্যান্য পানি জমার পাত্র নগদ টাকায় কিনে নেয় ডিএনসিসি। এদিকে, প্রতিটি ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধ কমিটি করার তাগিদ দেন উপস্থিত কীটতত্ত্ববিদরা।

spot_img
spot_img

আরও পড়ুন

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন