১৩/০৬/২০২৫, ১৩:৩৬ অপরাহ্ণ
35 C
Dhaka
১৩/০৬/২০২৫, ১৩:৩৬ অপরাহ্ণ

এপ্রিলে দেশের রপ্তানি আয় বেড়েছে

সদ্যবিদায়ী এপ্রিল মাসে দেশে পণ্য রপ্তানি থেকে আয় এসেছে ৩০১ কোটি ৬৮ লাখ মার্কিন ডলার। বছর ব্যবধানে যা বেড়েছে শূন্য দশমিক ৮৬ শতাংশ।

সোমবার (৫ মে) রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত এপ্রিলে বেড়েছে দেশের রপ্তানি আয়। প্রবৃদ্ধি হয়েছে শূন্য দশমিক ৮৬ শতাংশ। ২০২৪ সালের মার্চে রফতানি আয়ের পরিমাণ ছিল ২৯৯ কোটি ১০ লাখ ডলার।

এপ্রিল মাসে তৈরি পোশাক (আরএমজি) রপ্তানি আয় গত বছরের একই সময়ের তুলনায় শূন্য দশমিক ৪৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৩৯ কোটি ৩৭ লাখ ডলারে। আর ২০২৪ সালের একই সময়ে এ আয় ছিল ২৩৮ কোটি ৩২ লাখ ডলার।

তৈরি পোশাক খাতের রপ্তানি আয়ের মধ্যে ১৩১ কোটি ৪ লাখ ডলার এসেছে নিটওয়্যার রফতানি থেকে, যা বছর ব্যবধানে ৫ দশমিক ০৮ শতাংশ বেড়েছে। এছাড়া ১০৮ কোটি ৩৩ লাখ ডলার এসেছে ওভেন পোশাক রফতানি থেকে, যা গত বছরের একই সময়ের তুলনায় কমেছে ৪ দশমিক ৬৫ শতাংশ।

ইপিবির তথ্যানুযায়ী, এপ্রিলে অন্যান্য উল্লেখযোগ্য খাতের মধ্যে হোম টেক্সটাইল ও কৃষি পণ্যের রপ্তানি কমেছে। তবে বেড়েছে চামড়া ও চামড়াজাত পণ্য রফতানি। হোম টেক্সটাইলের রফতানি আয় ২ দশমিক ৬৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬ কোটি ২৮ লাখ ডলারে।

এছাড়া কৃষি পণ্যের রপ্তানি আয় ১৮ দশমিক ৯২ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫ কোটি ১৮ লাখ ডলারে। ২০২৪ সালের একই সময়ে যা ছিল ৬ কোটি ৪ লাখ ডলার। আর চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি বেড়েছে ১২ দশমিক ১৯ শতাংশ। এপ্রিলে রপ্তানি হয়েছে ৮ কোটি ৫ লাখ ডলারের চামড়া ও চামড়াজাত পণ্য।

পড়ুন : টানা চার মাস রপ্তানি আয় এসেছে ৪ বিলিয়ন ডলারের বেশি

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন