দেশের সংসদ সদস্যরা বিদেশে না গিয়ে, যদি নিজ এলাকার সরকারি হাসপাতালে চিকিৎসা নেন, তাহলে স্বাস্থ্য সেবায় মানুষের আস্থা বাড়বে। মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।
আজ শনিবার (৬ জুলাই) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনের পর, চিকিৎসকদের সাথে মত বিনিময় করেন তিনি। এসময় তিনি স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসকদের দায়িত্ব পালনে অবহেলা না করার নির্দেশ দেন।
চট্টগ্রাম মেডিকেলের যন্ত্রপাতি নষ্ট, এটা শুনতেও খারাপ লাগে বলে মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী। উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ হাসপাতালের পরিচালক ও অন্যান্য চিকিৎসকরা।