ঝিনাইদহের সংসদ সদস্য আনার হত্যাকাণ্ডের রহস্য জট খুলছে একে একে। পালানোর আগে অভিযুক্ত শাহীন ও তাঁর বান্ধবীর সিসিটিভি ফুটেজ পেয়েছে নাগরিক টেলিভিশন। পুলিশ জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে পালানোর আগে আনারের গুলশানের ফ্ল্যাটেই ছিলেন তারা। আনারের নিখোঁজ সংবাদ ছড়িয়ে পড়লে সেখান থেকে একটি হোটেলে ওঠেন তারা।
একের পর এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে এমপি আনার হত্যার ঘটনায়। মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহীন ও তাঁর বান্ধবী চেলসি চেরী ওরফে আরিয়াকে নিয়ে গুলশানের বাসা ছাড়ার সিসিটিভি ফুটেজ এসেছে নাগরিক টেলিভিশনের হাতে।
এতে দেখা যায়, ২০ মে রাত দেড়টার দিকে গুলশানের ফ্ল্যাটের ফটকের সামনে পায়চারি করছেন শাহীন। তারপর ফ্ল্যাট থেকে বের হতে দেখা যায় শাহীনের বান্ধবী আরিয়াকে। সঙ্গে ছিল বাসার কাজের ছেলে।
গোয়েন্দা সূত্র বলছে,আনার হত্যার আগে ও পরে ওই ফ্ল্যাটে একাধিকবার বৈঠক করেছেন আক্তারুজ্জামান শাহীন। তদন্তে কোন চাপ নেই জানিয়ে ডিএমপির গোয়েন্দা প্রধান জানান, তদন্ত প্রায় চূড়ান্ত পর্যায়ে।
আরেক অভিযুক্ত গ্যাস বাবুর ফোনে আরও ডিজিটাল এভিডেন্স উদ্ধারে অভিযান চালানোর কথা জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা। সেজন্য আদালতের অনুমতিও চাওয়া হয়েছে বলে জানান তিনি।
এর আগে গেল ১২ মে ভারতে প্রবেশ করেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্যা আনোয়ারুল আজীম আনার। এরপর গত ২২ মে সকালে জানা যায়, কলকাতায় খুন হয়েছেন তিনি।