26 C
Dhaka
শনিবার, অক্টোবর ১২, ২০২৪
spot_imgspot_img

এমপি আনারের মরদেহের সন্ধানে পশ্চিমবঙ্গের খালে তল্লাশি

এমপি আনোয়ারুল আজিম আনারের মরদেহ অন্তত ৮০ টুকরা করে ফেলা হয় খালসহ বিভিন্ন স্থানে। পশ্চিমবঙ্গের গোয়েন্দা বিভাগ সিআইডিকে জানিয়েছেন কসাই জিহাদ হাওলাদার। তাকে নিয়ে চলছে তল্লাশি। এদিকে আনার হত্যার বিচার চেয়ে ঝিনাইদহে অবস্থান কর্মসূচি পালন হচ্ছে।

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে খুনের ঘটনায় কসাই জিহাদকে ১২ দিনের রিমান্ডে পেয়েছে পশ্চিমবঙ্গের পুলিশ। জিজ্ঞাসাবাদ করছে সিআইডি।

জিহাদ হাওলাদার জানিয়েছেন, দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙ্গড়ে এমপি আনারের লাশের টুকরো ফেলা হয়েছে। তারপর থেকেই গত দুই দিন ধরে দফায় দফায় চলছে তল্লাশি। কৃষ্ণমাটি খালের পানিতে নামানো হয় কলকাতা পুলিশের দুর্যোগ মোকাবিলা বাহিনীর ডুবিরিদের। তবে মেলেনি লাশের টুকরো।

বেলা ১২টা থেকে আবার শুরু হয় তল্লাশি। খালে জাল ফেলা হয়। সাথে নামানো হয় নৌকাও। কিন্তু এখনো সফলতা পায়নি তদন্তকারী কর্মকর্তারা।

এদিকে এমপি আনারকে হত্যার সুষ্ঠু বিচার চেয়ে কর্মসূচি পালন করে যাচ্ছে আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। ষড়যন্ত্রে যারা জড়িত, তাদের সবাইকে একে একে বের করে সাজা দেয়ার দাবি জানান তারা।

spot_img
spot_img

আরও পড়ুন

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন