দেশের কারাগারগুলোতে বন্দিদের সবাই বিএনপির অপরাধী কিনা- সে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, কারাগারগুলোতে ৬০ লাখের ধারণক্ষমতা নেই। তার মানে যেসব চোর-অপরাধী কারাগারে আছে সবাই বিএনপি নেতাকর্মী? ১৯ এপ্রিল সকালে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগের ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে এ প্রশ্ন তোলেন। তিনি বলেন, “বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে থাকা মামলা দ্রুত শেষ করে শাস্তি নিশ্চিত করা উচিত। বিএনপির নেতাদের বিরুদ্ধে কোন রাজনৈতিক মামলা দেয়া হয়নি। তাদের মামলা সব অগ্নিসন্ত্রাস, সহিংসতা ও দুর্নীতির, অপরাধমূলক মামলা।’’
কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় প্রধানমন্ত্রী বলেন, ‘‘কৃষি গবেষণা থেকে শুরু করে ভর্তুকি- কৃষকদের পাশে সবসময় আওয়ামী লীগ সরকার। যার সুফল ভোগ করছে সবাই। কৃষিতে ২৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার। হাওরাঞ্চেলে কোনো কোনো খাতে ৭০ শতাংশ ভর্তুকি দেয়া হচ্ছে। আগে কোনো গবেষণা ছিলো না। এখন গবেষণার মাধ্যমে কয়েকগুণ উৎপাদন বাড়িয়েছে সরকার।’’
দেশব্যাপী কৃষি সমবায় সমিতি গঠনের ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। পণ্য সংরক্ষণে সংরক্ষণাগার নির্মাণ করা হবে বলেও অনুষ্ঠানে জানান প্রধানমন্ত্রী।