বগুড়া কারাগারের ছাদ ফুটো করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামি পালানোর ঘটনায় প্রধান কারারক্ষীসহ তিন জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
দায়িত্বে অবহেলার অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। বুধবার জেলা সুপার আনোয়ার হোসেন এ সিদ্ধান্ত দিয়েছেন বলে কারাগার সূত্রে জানা গেছে। বরখাস্ত তিনজন হলেন- দুলাল হোসেন, আবদুল মতিন ও আরিফুল ইসলাম। তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রক্রিয়া চলছে। এছাড়া আরও দুই কারারক্ষীকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।