কুমিল্লার চৌদ্দগ্রামে যুবলীগ নেতা জামাল উদ্দিনকে হত্যার দায়ে ৯ জনকে মৃত্যুদণ্ড ও ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। যাবজ্জীবন প্রাপ্তদের ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
কুমিল্লার ৪র্থ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন দুপুরে এই রায় ঘোষণা করেন। মামলার রাষ্ট্রপক্ষের কৌশলী জহিরুল হক সেলিম বিষয়টি নিশ্চিত করেছেন। রায় ঘোষণাকালে দণ্ডপ্রাপ্ত ১৮ জনের মধ্যে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৯ জনের মধ্যে একজন আদালতে উপস্থিত ছিলেন। মৃত্যুদণ্ড প্রাপ্ত ৯ জনই পলাতক। এছাড়া পাঁচজনকে মামলা থেকে অব্যহতি দেওয়া হয়।