কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে শিশু-কিশোরদের ফুটবল অনুশীলন দৃষ্টি কেড়েছে স্থানীয়দের। বিকেল হলে মাঠে হাজির হন শতাধিক শিশু-কিশোর। গ্রামাঞ্চলে ফুটবলের জাগরণ ফিরিয়ে আনতে ফুটবল অনুশীলনের এ উদ্যোগ নিয়েছে স্বপ্নভূমি ফাউন্ডেশন। গড়ে তুলেছে স্বপ্নভূমি নামে ফুটবল একাডেমি। ক্ষুদে ফুটবলাদের স্বপ্ন তারা একদিন তারকা ফুটবলার হবেন।
এমন আয়োজন উঠতি বয়সিদের জন্য আশির্বাদ মনে করছেন স্থানীয়রাও। তারা বলছেন, সামাজিক অবক্ষয় থেকে মুক্তির পাশাপাশি জাগরণ সৃষ্টি হবে হারিয়ে যাওয়া ফুটবলে। একাডেমি পরিচালনায় প্রয়োজনীয় সরঞ্জাম ও দক্ষ কোচিং স্টাফ রয়েছে। একাডেমিতে সব ধরনের সুবিধা থাকায় সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা। একাডেমির কর্ণধার এম মিলন হাসান।