28 C
Dhaka
রবিবার, অক্টোবর ৬, ২০২৪
spot_imgspot_img

কোটা বাতিলের আন্দোলন বন্ধের আহ্বান ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তানের’

কোটা বাতিলের আন্দোলন বন্ধ করার আহ্বান জানিয়েছে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’। মঙ্গলবার (৯ জুলাই) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ-সমাবেশ থেকে এ আহ্বান জানানো হয়।

এ সময় তারা অভিযোগ করেন, কোটাবিরোধীদের ইন্ধন দিচ্ছে বিএনপি-জামায়াত। তারা দেশকে অস্থিতিশীল করার জন্যই রাজপথে অরাজকতা সৃষ্টি করছে। যে মুক্তিযোদ্ধাদের জন্য স্বাধীন দেশ মিলেছে; কোটা বাতিল চেয়ে সেই মুক্তিযোদ্ধাদেরই অসম্মান করা হচ্ছে। এ অপমান মুক্তিযোদ্ধাদের পরিবার কখনোই মেনে নেবে না। কোটা বাতিলের আন্দোলন বন্ধ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা।

তারা আরও বলেন, হাইকোর্টের আদেশ না মেনে, আদালতের বিরুদ্ধে অবস্থান নিয়েছে কোটাবিরোধীরা। মুক্তিযোদ্ধাদের সন্তানরা রায়ের প্রতি শ্রদ্ধাশীল। তাই কোটা বহাল রাখার পক্ষে আইনের পথেই থাকবেন তারা।

আমরা মুক্তিযোদ্ধার সন্তান সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ হুমায়ুন কবির এতে সভাপতিত্বে করেন।সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম নয়নের পরিচালনায় উক্ত প্রতিবাদ সমাবেশে অন্যানের মাঝে বক্তব্য রাখেন প্রেসিডিয়াম মেম্বার নুরুজ্জামান ভুট্টো,এড. সাইফুল বাহার মজুমদার,লুবনা খানম,সভাপতি বাউবি ছাত্র পরিষদ ও সহ-সভাপতি আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটি মোঃ আব্দুর রশিদ মন্ডল রানা,সহ-সভাপতি এড.আব্দুর রশিদ,আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটি সাংগঠনিক সম্পাদক রুবিনা ইয়াসমিন অন্তরা,ইকরামুল হক, প্রচার সম্পাদক ইঞ্জি.অনি সামদানী চৌধুরী, শ্রম বিষয়ক সম্পাদক বেলাল আহমেদ, জাকির হোসেন, মানবাধিকার সংস্থার মহাসচিব নুর ইসলাম,ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র সহ সভাপতি জাহাঙ্গীর আলম মিলন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মমিন,সাংগঠনিক সম্পাদক মো:হাসান গাজী, উত্তরের সহ-সভাপতি সুমন শেখ,হাজী সাইফুল ইসলাম,মোঃ শহিদুল ইসলাম,মোঃ নুরুল ইসলাম বাবু,সহ মহানগরের বিভিন্ন থানা, বিভিন্ন উপজেলা ও জেলার নেতৃবৃন্দ।

বক্তারা আরও বলেন, মুক্তিযোদ্ধা কোটা মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান ও তাদের সন্তানদের অধিকার। মুক্তিযোদ্ধা কোটা নিয়ে ষড়যন্ত্র কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

spot_img
spot_img

আরও পড়ুন

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন