যুক্তরাষ্ট্রে আগামীকাল (২১ জুন) থেকে পর্দা উঠছে কোপা আমেরিকা-২০২৪। আসরের প্রথম ম্যাচে আগামীকাল বাংলাদেশ সময় ভোর ৬টায় মাঠে নামবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
শিরোপা ধরে রাখার মিশনে উদ্বোধনী ম্যাচে কানাডার বিপক্ষে লড়বে লিওনেল মেসির আর্জেন্টিনা। ফিফা বিশ্বকাপ সাফল্যের পর থেকে দুর্দান্ত ফর্মে রয়েছে দলটি। শেষ ১৪টি ম্যাচের মধ্যে ১৩টি জিতেছে আর্জেন্টিনা। আসর শুরুর আগে প্রস্তুতিমূলক দু’টি প্রীতিম্যাচে ইকুয়েডর ও গুয়াতেমালাকে হারিয়েছে আলবিসেলেস্তেরা।
অন্যদিকে শেষ ১০ ম্যাচে তিন হার চার ড্রয়ের বিপরীতে জয় মাত্র তিন ম্যাচে। তবে সবশেষ ম্যাচে শক্তিশালী ফ্রান্সের সাথে গোলশূণ্য ড্র করায় কিছুটা অনুপ্রেরণা পেতে পারে কানাডা।
এটি কোপার ৪৮ তম আসর। আসরে দক্ষিণ আমেরিকান ফুটবল সংস্থা কনমেবলের অন্তর্ভুক্ত ১০টি দলের পাশাপাশি সর্বমোট ১৬টি দল প্রতিদ্বন্দ্বিতা করবে। ৪ টি গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো।