খালেদা জিয়ার মুক্তির দাবিতে, তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। শনিবার রাজধানীর নয়াপল্টনে সমাবেশ করবে দলটি।
বুধবার (২৬ জুন) দুপুরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে দল ও অঙ্গ সংগঠনের যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।
তিনি জানান, ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী শনিবার (২৯ জুন) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে। ১ জুলাই সারা দেশের সব মহানগরে এবং ৩ জুলাই) সারা দেশের জেলা সদরে সমাবেশ হবে।
মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়া গুরুতর অসুস্থ। মিথ্যা মামলায়, তাকে সাজা দিয়েছে সরকার। দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো সুপরিকল্পিতভাবে ধ্বংসের অভিযোগও আনেন তিনি।