খালেদা জিয়ার উন্নত চিকিৎসা ও মুক্তির দাবিতে নতুন করে আন্দোলনে নামবে বিএনপি। এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশের স্বার্থবিরোধী হওয়ায় ভারতের সাথে হওয়া সমঝোতা প্রত্যাখ্যান করেছে বিএনপি।
খালেদা জিয়ার স্বাস্থ্যের চরম অবনতি হয়েছে। সিসিইউতে থাকতে না চাওয়ায় বাধ্য হয়েই তাকে কেবিনে নেয়া হয়েছে। বলছেন বিএনপি মহাসচিব।
গুলশানে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল দাবি করেন, রাজনীতি থেকে দূরে রাখতেই মিথ্যা মামলা দিয়ে খালেদা জিয়াকে বন্দি রাখা হয়েছে।
ভারতের সাথে হওয়া সমঝোতা চুক্তির বিষয়ে বিএনপির অবস্থান তুলে ধরেন দলের মহাসচিব। বলেন, যেসব চুক্তি হয়েছে তাতে বাংলাদেশের কোন লাভ হয়নি। দেশের স্বার্থবিরোধী চুক্তির বিরুদ্ধে আন্দোলন কর্মসূচি দেয়ার কথা জানান তিনি।
দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় বিএনপির আন্দোলন আরও বেগবান হবে বলে জানান মির্জা ফখরুল।