আপাতত গরম কমার কোন সুখবর নেই আবহাওয়া অফিস থেকে। ঢাকাসহ দেশের ৬ বিভাগে যে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ চলছে তা অব্যাহত থাকবে। এমনকি তাপমাত্রা আরো বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তারপর কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হলেও তা হবে সাময়িক।
প্রচন্ড গরমের তাপদাহে পুড়ছে পুরো দেশের অধিকাংশ জেলার মানুষ। বলা হচ্ছে; হাঁস ফাঁস উঠেছে সাধারণ মানুষের মধ্যে। সিলেট ও ময়মনসিংহ বিভাগ ছাড়া দেশের ছয় বিভাগেই চলছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ।
উত্তর গোলার্ধে পৃথিবীর কাছাকাছি অবস্থান করে সূর্য তাপ দিচ্ছে। বাংলাদেশ ছাড়াও পশ্চিমবঙ্গ, হরিয়ানা, দিল্লি, উত্তর প্রদেশ, গুজরাটসহ ভারতের দক্ষিণ-পশ্চিমাঞ্চলজুড়ে এই তাপপ্রবাহ রয়েছে। ঈদের ছুটির কারণে রাস্তায় প্রয়োজন ছাড়া নেই সাধারণ মানুষ। তবে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন, সহসাই তাপপ্রবাহ কমার লক্ষণ নেই । বরং তা আরো বাড়তে পারে। ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলে সেটিকে মৃদু তাপপ্রবাহ এবং ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হলে মাঝারি তাপপ্রবাহ বলে।