30 C
Dhaka
শনিবার, জুলাই ২৭, ২০২৪
spot_imgspot_img

গরমে হাতপাখার গ্রামে বেড়েছে কর্মযজ্ঞ

তাপপ্রবাহে নাভিশ্বাস জনজীবনে। একদিকে পারদ চড়া, অন্যদিকে ঘনঘন লোডশেডিং এ কদর বেড়েছে হাত পাখার। তাই ব্যস্ততা বেড়েছে কারিগরদের। ঠাকুরগাঁওয়ের হাতপাখার গ্রামের কারিগরদের সহযোগীতার আশ্বাস দিয়েছে বিসিক।

ঠাকুরগাঁও সদর উপজেলার লস্করা গ্রাম। গ্রামটি হাতপাখার গ্রাম নামেই বেশি পরিচিত। গ্রামের অধিকাংশ নারীই এ পেশার সাথে জড়িত। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত চলে হাতপাখা বোনার কাজ।

কেউ করছেন সুতার বুনন কাজ, কেউবা করছেন রং, আর কেউ আবার তাতে ফুটিয়ে তুলছেন বাহারি রকমের নকশা। বাড়ির কাজের পাশাপাশি হাতপাখা বুনে স্বচ্ছলতা ফিরেছে লস্করা গ্রামের প্রায় ২শ পরিবারের নারীর। তবে বাঁশ, সুতাসহ প্রয়োজনীয় উপকরণের দাম বাড়ায় লাভ হচ্ছে আগের চেয়ে কম।

কারুশিল্পটি বাঁচিয়ে রাখতে সব ধরনের সহযোগিতার আশ্বাস জেলা ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের। স্বল্প সুদে ঋণ আর সরকারি সহযোগিতা নিয়ে এই শিল্পকে আরো গতিশীল করতে চান কারুশিল্পীরা।

spot_img
spot_img

আরও পড়ুন

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন