গাজায় আন্তর্জাতিক রেডক্রস কমিটির কার্যালয়ের কাছে ভারি গোলাবর্ষণে ২২ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছে অর্ধশত।
শুক্রবার এ হামলা হয়। এতে রেডক্রস কার্যালয়েরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কারা এ গোলা বর্ষণ করেছে সেটি স্পষ্ট নয়। তবে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থাটি এর নিন্দা জানিয়েছে। বলেছে, বেসামরিক লোকজন এবং মানবিক সহায়তা কেন্দ্রগুলোর ক্ষয়ক্ষতি এড়ানোর দায়িত্ব সব পক্ষেরই রয়েছে। এদিকে ইসরায়েলের সাথে হিজবুল্লাহর উত্তেজনা বেড়েই চলেছে। লেবানন আরেকটি গাজা হলে বিশ্ব চালাতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব এন্তনিও গুতেরেস।