সশস্ত্র সংঘাতে ১৫ হাজারের বেশি শিশুকে হত্যার দায়ে, ইসরায়েলের সেনাবাহিনীকে কালোতালিকাভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘ।
নিরাপত্তা পরিষদের সভায় উত্থাপনের পর, আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্ত ঘোষণা করার কথা রয়েছে। জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত গিলাদ এরদান, সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। এ সংক্রান্ত ফোনকলের ভিডিও প্রকাশ করেছেন তিনি। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক। যুদ্ধনীতি ভেঙে যেসব দেশ শিশুদের ওপর চড়াও হয়েছে, সেসব দেশকে নিয়ে এ তালিকা করেছে জাতিসংঘ।