26 C
Dhaka
বৃহস্পতিবার, অক্টোবর ২৪, ২০২৪
spot_imgspot_img

গাজার দক্ষিণাঞ্চল থেকে সৈন্য সরিয়ে নিয়েছে ইসরায়েল

ফিলিস্তিনের গাজায় যুদ্ধ শুরুর ছয়মাস পর উপত্যকার দক্ষিণাঞ্চল থেকে একটি ব্রিগেড বাদে সব স্থল সেনা প্রত্যাহার করে নিয়েছে ইসরায়েল। ইসরায়েলি বাহিনীর এক মুখপাত্র ৭ এপ্রিল একথা জানিয়েছেন।

যুদ্ধের পরবর্তী পর্যায়ের জন্য নতুন করে সংগঠিত হতে দক্ষিণ গাজায় সেনা সংখ্যা কমানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ)।

বিবিসি-কে আইডিএফ এর লেফটেন্যান্ট কর্নেল পিটার লার্নার বলেছেন, “যুদ্ধ শেষ হয়নি। গাজায় আরও অভিযান চালানো দরকার।”

মিশরের রাজধানী কায়রোয় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি নিয়ে নতুন দফায় আলোচনা হওয়ার কথা রয়েছে। হামাস এবং ইসরায়েল দুপক্ষের ওই বৈঠকে থাকার কথা।

সেনা প্রত্যাহারের ফলে গাজার রাফাহ নগরীতে ইসরায়েলের সামরিক অভিযান বিলম্বিত হবে কি না তা স্পষ্ট জানা যায়নি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, হামাসকে নির্মূল করতে হলে রাফাহর অভিযান জরুরী।

গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস নগরীর ফিলিস্তিনি বাসিন্দারা বলেছেন, তারা ইসরায়েলি সেনাদেরকে নগরীর কেন্দ্রস্থল থেকে চলে যেতে দেখেছেন। তারা পূর্বাঞ্চলীয় এলাকাগুলোতে সরে যাচ্ছে। গত কয়েকমাস ধরে ইসরায়েলি সেনারা এই খান ইউনিসে বোমা হামলা চালিয়ে এসেছে।

ছয় মাস আগে ৭ অক্টোবর হামাসের হামলার জবাবে গাজায় যুদ্ধ শুরু করে ইসরায়েল।

spot_img
spot_img

আরও পড়ুন

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন