28.4 C
Dhaka
সোমবার, এপ্রিল ২১, ২০২৫

গুরুতর অসুস্থ এ আর রহমান, হাসপাতালে ভর্তি

অস্কারজয়ী সংগীতশিল্পী এ আর রহমান গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। বুকে ব্যথা নিয়ে রোববার (১৬ মার্চ) সকালে চেন্নাইয়ের এক বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করানো হয়েছে। সেখানেই শিল্পীকে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা করেন চিকিৎসকদের একটি দল।

ভারতীয় সংবাদ মাধ্যমের খবর, চেন্নাইয়ের গ্রিমস রোডের এক হাসপাতালে এ আর রহমানের এনজিওগ্রাম করা হয়েছে। আপাতত শিল্পীকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।


এদিকে এক সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, সম্প্রতি ঘাড়ে ব্যথার সমস্যা নিয়ে বিদেশ থেকে ফিরেছিলেন রহমান। তারপরই চিকিৎসকের পরামর্শ নিতে হাসপাতালে যান তিনি।

সংগীতশিল্পীর মুখপাত্র এনডিটিভিকে জানিয়েছেন, রমজানের রোজা রাখছেন শিল্পী।

ধারণা করা হচ্ছে, রোজা রেখে দীর্ঘ পথযাত্রার ধকলে অসুস্থ হয়ে পড়েছিলেন রহমান। চিকিৎসকেরা জানিয়েছেন, ডিহাইড্রেশনে ভুগছেন তিনি।

পড়ুন : ৯৭তম অস্কার: যাদের হাতে উঠল পুরস্কার

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন