25 C
Dhaka
শনিবার, নভেম্বর ২, ২০২৪
spot_imgspot_img

গোলাগুলির শব্দে আতঙ্কে সেন্টমার্টিন-শাহপরীর দ্বীপের বাসিন্দারা

সীমান্তের ওপারে মিয়ানমার থেকে ফের মর্টারশেল ও গোলাগুলির শব্দ ভেসে আসছে। এ পরিস্থিতিতে সতর্ক অবস্থায় রয়েছে বিজিবি ও কোস্টগার্ড। এদিকে, মিয়ানমার থেকে গুলি ছোড়ায় সেন্টমার্টিনে যাচ্ছে না কোন জাহাজ বা ট্রলার। পাঠানো যাচ্ছে না খাদ্যসামগ্রী। এতে সংকটে দ্বীপের বাসিন্দারা।

মিয়ানমারে সংঘাতে লিপ্ত দুই পক্ষের মর্টারশেল নিক্ষেপ ও গোলাগুলির শব্দে কেঁপে উঠছে টেকনাফের শাহপরীর দ্বীপ ও সেন্টমার্টিন। মিয়ানমারের আকাশসীমায় উড়ছে যুদ্ধবিমান। এতে ভয় ও আতঙ্কের মধ্যে আছেন বাংলাদেশের দুই দ্বীপের বাসিন্দারা।

সকাল থেকে রাত পর্যন্ত থেমে থেমে ভারী গোলা ও মর্টারশেলের শব্দ ভেসে আসছে। এতে সেন্টমার্টিন ও শাহপরীর দ্বীপ কেঁপে উঠেছে বলে জানান স্থানীয়রা।

এদিকে গত এক সপ্তাহ ধরে নাফ নদীতে বাংলাদেশের নৌকা, ট্রলার ও জাহাজ লক্ষ্য করে গুলি চালানো হচ্ছে মিয়ানমার সীমান্ত থেকে। এ কারণে টেকনাফ-সেন্টমার্টিন রুটে নৌ চলাচল বন্ধ রয়েছে। এতে সেন্টমার্টিনে খাদ্য ও নিত্য প্রয়োজনীয় সামগ্রীর সংকট দেখা দিয়েছে।

স্থানীয় প্রশাসন বিকল্প পথে শাহপরীর দ্বীপ থেকে সেন্টমার্টিনে খাদ্যসামগ্রী নিয়ে জাহাজ পাঠানোর প্রস্তুতি নিয়েছিল। কিন্তু আজকে আবার মর্টারশেলের শব্দ পাওয়ায় রওনা দেওয়া সম্ভব হয়নি।

টেকনাফের উপজেলা প্রশাসন জানিয়েছে, সীমান্ত পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। সতর্ক রয়েছে বিজিবি, কোস্টগার্ডসহ অন্যান্য বাহিনী।

spot_img
spot_img

আরও পড়ুন

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন