বাজারে আলু-পেঁয়াজ পর্যাপ্ত আছে এবং আলুর দাম ৭০ টাকা স্বাভাবিক বলে মন্তব্য করেছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।
তিনি বলেন, কেবল সংরক্ষণ জটিলতার কারণে প্রতিবছর পেয়াজ আমদানি হচ্ছে। সকালে সচিবালয়ে তিনি বলেন, সব নিত্যপণ্যের সরবরাহ যথাযথ আছে। চাহিদার শতভাগ উৎপাদন সত্ত্বেও চালের দামে অস্থিরতা ছিল। সে সংকট নিরসনে উদ্যোগ নেয়া হয়েছে। গ্রামে ক্রয়ক্ষমতা বেড়েছে, শহরে নির্দিষ্ট আয়ের মানুষ চাপে আছে বলেও মন্তব্য মন্ত্রীর। আশা জানান, মিয়ানমারের সঙ্গে বন্ধ বাণিজ্য জুলাইয়ে স্বাভাবিক হবে।