ঘুষ ছাড়া সেবা মেলে না বরিশাল সদর উপজেলা সাব রেজিস্ট্রি অফিসে। জমির দলিল করাসহ নানা কাজে সেখানে গিয়ে বিপাকে পড়তে হয় সাধারণ মানুষকে। অভিযোগ আছে, এই ঘুষচক্রের প্রধান হোতা সাব-রেজিস্ট্রার অসিম কল্লোল নিজেই। এ কাজে তিনি ব্যবহার করেন অফিসের তিন কর্মচারীকে।
বরিশাল সদর সাব রেজিস্ট্রি অফিস। মূলত জমির দলিল করতে এখানে আসে সাধারণ মানুষ। তবে টাকা ছাড়া মেলে না সেবা। উল্টো পড়তে হয় ভোগান্তিতে। ভুক্তভোগীরা বলছেন, টাকা না দিলে পরিবর্তন হয় জমির ধরনের। তখন নাল জমি হয়ে যায় আবাসিক কিংবা আবাসিক হয়ে যায় খাসের।
ভুক্তভোগিরা বলছেন, সাব রেজিষ্ট্রার অসিম কল্লোল এর মূল হোতা। অভিযোগ আছে, ঘুষ আদায়ে তিনি ব্যবহার করেন তারই অফিসের মোহরার মাহাবুব আলম এনছান ও সুশীল চন্দ্র মিস্ত্রি এবং পিয়ন জাহাঙ্গীরকে।
পিয়ন জাহাঙ্গীরের বিরুদ্ধে অভিযোগ, দলিল করতে গেলে টিপ সই নেয়ার সময় জনপ্রতি ১ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত নেন তিনি। অথচ টিপ সই নেয়া তার কাজ নয়।
দলিল লেখক সমিতি বলছে, জনসেবামূলক প্রতিষ্ঠানটি বিষফোঁড়া হয়ে দাঁড়িয়েছে।
তবে দুর্নীতির বিষয়টি মিথ্যা ও বানোয়াট বলে দাবী করেছেন অভিযুক্তরা।
যার বিরুদ্ধে এতো অভিযোগ সেই অসিম কল্লোল, নিজেকে নির্দোষ দাবী করে দুই মোহরার এবং পিয়ন জাহাঙ্গীরের বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানান।
ভুক্তভোগীরা অতিসত্বর দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা-কর্মচারীদের শাস্তির আওতায় আনার দাবী জানান।