সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেসে তরুণীকে ধর্ষণের ঘটনায় ট্রেনে খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান এস এ করপোরেশনের আরও এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। কর্মচারি আব্দুর রব রাসেলকে আজ বৃহস্পতিবার (২৭ জুন) সকালে নোয়াখালীর বেগমগঞ্জ কুতুবপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে ধর্ষণকান্ডে চার জনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশ।
এর আগে এ ঘটনায় এস এ করপোরেশনের আরও তিন কর্মীকে গ্রেপ্তার করে রেলওয়ে পুলিশ। গ্রেপ্তার হওয়া তিনজন হলেন মো. জামাল (২৭), মো. শরীফ (২৮) ও মো. রাশেদ (২৭)। একই ঘটনায় ট্রেনের পরিচালক (গার্ড) আবদুর রহিমকে সাময়িক বরখাস্ত করেছে রেলওয়ে।
চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি এস এম শহীদুল ইসলাম বলেন, আবদুর রব ঘটনার পর পালিয়ে আত্মীয়ের বাসায় লুকিয়ে ছিলেন। তাকে সেখান থেকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল বুধবার ভোর সাড়ে চারটার দিকে উদয়ন এক্সপ্রেসে এই ধর্ষণের ঘটনা ঘটে। চলন্ত ট্রেনটি ওই সময় লাকসাম এলাকা পার হচ্ছিল। ভোরে এ ঘটনা ঘটলেও বিষয়টি জানাজানি হয় সন্ধ্যার পর।