আগামী চার বছরের জন্য আন্তর্জাতিক শ্রম সংস্থার সঙ্গে ২৪ দশমিক ৭ মিলিয়ন ডলারের অনুদান চুক্তি সই করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।
দুপুরে রাজধানীর একটি হোটেলে ‘অ্যাডভান্সিং ডিসেন্ট ওয়ার্ক ইন বাংলাদেশ’ শীর্ষক প্রকল্প উদ্বোধন করা হয়। এতে ইউরোপীয় ইউনিয়ন, ডেনমার্ক, নেদারল্যান্ডস ও সুইডেন অর্থদাতা হিসেবে কাজ করছে। মূলত শ্রম খাতের সংস্করণের সহায়তা হিসেবে কাজ করবে প্রকল্পটি। শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোঃ নজরুল ইসলাম, আইএলওর কান্ট্রি ডিরেক্টর টুমো পুতিয়ানিনসহ অনেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
-বিজ্ঞাপন-