26 C
Dhaka
রবিবার, মার্চ ১৬, ২০২৫

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে অবসরে স্টয়নিস

অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ছিলেন। কিন্তু বৈশ্বিক টুর্নামেন্টের আগেই সবাইকে অবাক করে নিজের ওয়ানডে ক্যারিয়ারের ইতি টেনে দিয়েছেন মার্কাস স্টয়নিস! অজি তারকার অবসর সিদ্ধান্ত কার্যকর হচ্ছে অনতিবিলম্বে। যার মানে দাঁড়াচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলবেন না তিনি। 

ওয়ানডে থেকে নিজের অবসর নিয়ে স্টয়নিস বলেছেন, ‘অস্ট্রেলিয়ার হয়ে ওয়ানডে খেলা আমার জন্য ছিল অসাধারণ একটি যাত্রা। এই দলের জার্সি গায়ে প্রতিটি মুহূর্তের জন্য আমি কৃতজ্ঞ। সর্বোচ্চ স্তরে দেশকে প্রতিনিধিত্ব করা আমার কাছে এতই মূল্যবান, যা সব সময় মনে রাখবো।

অবসর সিদ্ধান্ত নিয়ে তার কথা, ‘অবসরের সিদ্ধান্ত নেওয়া আমার জন্য মোটেও সহজ ছিল না। কিন্তু বিশ্বাস করি ওয়ানডে থেকে সরে যাওয়ার জন্য এবং পরবর্তী জীবনে মনোযোগ দেওয়ার এটাই সঠিক সময়। অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডের সঙ্গে আমার দুর্দান্ত সম্পর্ক রয়েছে এবং তার সমর্থনের ভীষণ প্রশংসা করি। আমি পাকিস্তানে দলের ছেলেদের সমর্থন জানাতে মুখিয়ে থাকবো।’

২০২৩ ওয়ানডে বিশ্বকাপ দলের সদস্য ছিলেন স্টয়নিস। টুর্নামেন্টে বাজেভাবে শুরু করা অজি দল পরে তো চ্যাম্পিয়ন হয়ে মাঠ ছেড়েছে। সেই টুর্নামেন্টে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে বল হাতে গুরুত্বপূর্ণ ছিল তার। বিশ্বকাপের পর আরও একটি ওয়ানডে খেলেছেন। তার পর অবশ্য ক্রিকেট অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিতে স্থান পাননি। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ক্যামেরন গ্রিনের অনুপস্থিতিতে নির্দিষ্ট ভূমিকা পালনের জন্য বিবেচিত করা হচ্ছিল তাকে। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে আকস্মিকভাবে অবসরের ঘোষণা দিয়েছেন। 

৩৫ বছরে অবসর নেওয়া স্টয়নিস এখন শুধু টি-টোয়েন্টি খেলে যাবেন। জাতীয় দলেও এই ফরম্যাটের জন্য নিজেকে উন্মুক্ত রেখেছেন তিনি। ওয়ানডেতে ৭১ ম্যাচে ২৬.৬৯ গড়ে স্টয়নিসের সংগ্রহ ১ হাজার ৪৯৫ রান। ২০১৭ সালে অকল্যান্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৪৬ রান তার ক্যারিয়ার সেরা। বল হাতে উইকেটও নিয়েছেন ৪৮টি। 

পড়ুন: বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা, নেই সাকিব-লিটন

দেখুন: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি-২০২৫ দেখতে চোখ রাখুন নাগরিক টিভির পর্দায়

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন