ছাগলকাণ্ডে আলোচিত এনবিআরের সদ্যসাবেক সদস্য মতিউর রহমান এবং তার স্ত্রী ও ছেলের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।
আজ সোমবার (২৪ জুন) সকালে দুদকের আবেদনের ওপর শুনানি শেষে দুপুরে ঢাকার সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করে এই আদেশ দেন।
মতিউর রহমানের স্ত্রী লায়লা কানিজ, নরসিংদীর রায়পুরার উপজেলা চেয়ারম্যান। এই দম্পতির ছেলে আহম্মেদ তৌফিকুর রহমান অর্ণব। তাদের বিরুদ্ধে বিপুল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। অভিযোগ খতিয়ে দেখতে, ৩ সদস্যের কমিটি করেছে দুদক।
কোরবানির ঈদের আগে মতিউর রহমানের ছেলে অর্ণব ১৫ লাখ টাকায় ছাগল কেনার ফলে আলোচনায় আসেন। এরপর বেরিয়ে আসে তার কোটি টাকার গাড়ি ও আভিজাত জীবনযাপনের নানা তথ্য। ধীরে ধীরে গণমাধ্যমে উঠে আসে মতিউর রহমানের স্ত্রী, ছেলে ও কন্যাদের সম্পদের নানা তথ্য। এরপর থেকে তাকে ওএসডি করা হয়েছে।