জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় পুকুরপাড়ে খেলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ মার্চ) বিকালে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের রসুলপুর-সাঞ্জাপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো- জেলার মাহমুদপুর ইউপির রসুল-সাঞ্জাপাড়া গ্রামের সোহাগ হোসেনের ছেলে ফারহান (৪ বছর) ও একই গ্রামের বাসিন্দা সরোয়ার হোসেনের ছেলে শাফায়েত (৪ বছর) বলে জানা গেছে।
পুলিশ ও সংশ্লিষ্টরা জানিয়েছেন, জেলার মাহমুদপুর ইউপির রসুল-সাঞ্জাপাড়া গ্রামে বাড়ির পাশে খেলতেছিল শিশু ফারহান ও শাফায়েত। একসময় পাশে তেতল তলি পুকুরে সবার আড়ালে পানিতে ডুবে যায় শিশুরা। পরবর্তীতে স্বজনরা খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানি থেকে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনেন। অবস্থার অবনতি হলে জয়পুরহাট জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এবিষয়ে ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর শুনেছি। তবে এখনও কোন অভিযোগ পাওয়া যায়নি।
পড়ুন : জয়পুরহাটে কোল্ড স্টোরেজে শ্রমিকদের কাজের সুযোগ না দেওয়ায় মানববন্ধন