শেষ মুহূর্তের গোলে চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারিয়ে নাটকীয় জয় দিয়ে ইউরো মিশন শুরু করলো ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল।
জার্মানির লাইপজিগে গ্রুপ ‘এফ’ এর ম্যাচে মুখোমুখি হয় পর্তুগাল ও চেক প্রজাতন্ত্র। তবে ম্যাচে আগে গোল খেয়ে পিছিয়ে পড়েছিল পর্তুগাল। খেলার ৬২ মিনিটে চেক প্রজাতন্ত্রের হয়ে দারুণ এক গোল করেন লুকাস প্রোভড।
তবে চেকরা বেশিক্ষণ লিড ধরে রাখতে সক্ষম হয়নি। ম্যাচের যোগ হওয়া সময়ে ফ্রান্সিসকো কনসেইসাওয়ের গোলে শেষ পর্যন্ত নাটকীয় এক জয় নিয়ে মাঠ ছাড়েন রোনালদোরা। ফলে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে পরের ম্যাচের জন্য প্রস্তুত পর্তুগাল।
এর মাধ্যমে ক্রিস্টিয়ানো রোনালদোর ষষ্ঠ ইউরো অভিযান শুরু হলো জয় দিয়েই।
-বিজ্ঞাপন-