ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৮ উইকেটের দাপুটে জয়ে বিশ্বকাপের সুপার এইট পর্ব শুরু করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড। জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকাও।
টস হেরে ব্যাট করতে নেমে ইংলিশদের বিপক্ষে ১৮০ রানের চ্যালেঞ্জিং স্কোর সংগ্রহ ক্যারিবীয়রা। জবাবে ফিল সল্ট ও জনি বেয়ারস্টোর ব্যাটিং তাণ্ডবে মাত্র দুই উইকেট হারিয়ে জয় তুলে নেন ইংলিশরা। ৪৭ বলে অপরাজিত ৮৭ রান করে ম্যাচ সেরা হন সল্ট। অন্য ম্যাচে যুক্তরাষ্ট্রকে ১৮ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা।