জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই টি-টোয়েন্টির জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। দলে ফিরেছেন সাকিব, মুস্তাফিজ ও সৌম্য সরকার। প্রথম তিন টি-টোয়েন্টির স্কোয়াড থেকে বাদ পড়েছেন পারভেজ ইমন ও আফিফ। আর বিশ্রাম দেয়া হয়েছে শরিফুল ইসলামকে।
জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। এবার পরের দুই ম্যাচের জন্য ১৫ সদস্যের স্কোয়াড দিয়েছে বিসিবি। নতুন ঘোষিত দলে ফিরেছেন সাকিব আল হাসান, সৌম্য সরকার এবং মুস্তাফিজুর রহমান।
এর আগে আইপিএল থেকে ফিরে মুস্তাফিজ বিশ্রামে, ডিপিএল খেলতে সাকিব ছুটিতে এবং চোটের পুনর্বাসনের কারণে দলে ছিলেন না সৌম্য। বিশ্বকাপের আগে ঘরের মাঠে টাইগারদের সর্বশেষ সিরিজে তারা তিনজনই ফিরলেন।
সাকিব-মুস্তাফিজ ফেরায় দলের শক্তি আরো বেড়েছে বলে জানান বিসিবির নির্বাচক।
প্রথম তিন টি-টোয়েন্টির স্কোয়াড থেকে বাদ পড়েছেন পারভেজ হোসেন ইমন ও আফিফ হোসেন। দুজন অবশ্য কোন ম্যাচেই মাঠে নামতে পারেনি। তিন ম্যাচ খেলা শরিফুল ইসলামকে বিশ্রাম দিয়েছে টিম ম্যানেজমেন্ট।
দ্বিপক্ষীয় সিরিজের শেষ দুই ম্যাচ হবে মিরপুরের শেরে বাংলায় ১০ ও ১২ মে।