32 C
Dhaka
শনিবার, জুলাই ২৭, ২০২৪
spot_imgspot_img

জামালপুরে কিশোর-কিশোরী ক্লাবের টাকা আত্মসাতের অভিযোগ

জামালপুরের ইসলামপুরে সরকারি কিশোর-কিশোরী ক্লাবের কো-অর্ডিনেটরদের ভাতা আত্মসাতের অভিযোগ উঠেছে  উপজেলা নারী কর্মকর্তার বিরুদ্ধে। তবে এ খবর জানেই না স্থানীয় প্রশাসন। অনিয়ম হলে ব্যবস্থা নেয়া হবে, বলছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

২০২০ সালে মহিলা বিষয়ক মন্ত্রনালয় সারা দেশে কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্প শুরু করে। জামালপুরের ইসলামপুরের ১২ ইউনিয়ন ও এক পৌরসভায় ১৩টি ক্লাব স্থাপন করা হয়। তদারকিতে থাকেন একজন করে সংরক্ষিত ইউপি সদস্য।

২০২১- ২০২২ অর্থ বছরে কো-অর্ডিনেটরদের জন্য ২ লাখ ৮৪ হাজার টাকা বরাদ্দ দেয় মন্ত্রণালয়। সে টাকা বিতরণ দেখানো হলেও কিছুই জানেন না ক্লাবের কো-অর্ডিনেটরা। স্বাক্ষর  জাল করে টাকা আত্মসাতের অভিযোগ তাঁদের।

টাকা পেতে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার অফিসে বারবার ধর্ণা দিয়েও লাভ হয়নি। অফিস সহকারী মোস্তাফিজুর রহমান উল্টো ক্ষোভ ঝাড়েন কো-অর্ডিনেটরদের প্রতি।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা  বা উপজেলা নির্বাহী কর্মকর্তা  কিছুই জানেন না টাকা বিতরণের প্রক্রিয়া সম্পর্কে। ব্যবস্থা নেয়ার আশ্বাস তাঁদের।

সম্মানি ভাতা ফিরে পাবেন আশা কো-অর্ডিনেটরদের। কোনো অনিয়ম হলে সুষ্ঠু তদন্ত ও প্রশাসনিক ব্যবস্থা নেয়ার দাবিও করেন তারা।

spot_img
spot_img

আরও পড়ুন

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন