প্রধানমন্ত্রী শেখ হাসিনা জুলাই মাসে রাষ্ট্রীয় সফরে চীন যাচ্ছেন। ৮ থেকে ১১ জুলাই পর্যন্ত হবে প্রধানমন্ত্রীর চীন সফর। সফরে বেইজিংয়ে দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে বৈঠক করবেন তিনি।
আজ সোমবার (২৪ জুন) তথ্যটি নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
আসন্ন সফরে সামগ্রিকভাবে অর্থনৈতিক সহযোগিতার নানা বিষয় প্রাধান্য পাবে। এর পাশাপাশি সমকালীন পরিস্থিতি বিবেচনায় ভূরাজনীতির বিষয়টি দুই দেশের শীর্ষ নেতাদের আলোচনায় চলে আসতে পারে।
এ সফর দুই দেশের সম্পর্ককে আরও দৃঢ় করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। তার এ সফরে ঢাকা-বেইজিংয়ের মধ্যে কয়েকটি চুক্তি সই হতে পারে। সেসবের প্রস্ততি চলছে বলেও জানা গেছে।